জীবননগরে সাংবাদিক সায়েম হত্যা মামলার আসামি : রাজিবের তিনদিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগরে চাঞ্চল্যকর সাংবাদিক আবু সায়েম হত্যা মামলার আসামি রাজিবের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন চুয়াডাঙ্গা আমলি আদালত জীবননগরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোহা. আমীনুল ইসলাম। অপরদিকে জীবননগরের শিপলুকে খুঁজছে পুলিশ। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে পুলিশ ধরতে পারেনি।

মামলার তদন্তকারী অফিসার জীবননগর থানার এসআই লুৎফুল কবীর গত ৯ জুলাই আসামি রাজিবকে আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত গতকাল ১৪ জুলাই মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন। বিগত তারিখের তদন্ত অফিসারের আবেদনের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোহা. আমীনুল ইসলাম আসামি রাজিবকে ৩ দিনের রিমান্ডের আদেশ মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৭ জুলাই চুয়াডাঙ্গার জীবননগর পিয়ারাতলা গ্রামে নিজ বাড়িতে দৈনিক সমকালের জীবননগর প্রতিনিধি, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এবং জীবননগর উপজেলা জাসদের যুগ্মসাধারণ সম্পাদক আবু সায়েম তার নিজ শয়নকক্ষে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়ে পরদিন ৮ জুলাই বিকেলে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে মারা যান। এ ঘটনার পর পর পুলিশ খুনি রাজিবকে আটক করে। এরপর নিহত সায়েমের স্ত্রী আফরোজা খাতুন রেশমা বাদী হয়ে গত ৯ জুলাই জীবননগর থানায় দুজনকে আসামি করে মামলা করেন। মামলাটি জীবননগর থানার তদন্তকারী অফিসার লুৎফুল কবীর রাজিবকে ৯ জুলাই ওই মামলায় শ্যোনঅ্যারেস্ট দেখিয়ে আদালতের কাছে রাজিবকে ৭ দিনের রিমান্ড চান। আদালত এ রিমান্ড মঞ্জুর করায় তদন্ত অফিসার লুৎফুল কবীর মোবাইলফোনে জানান, ১৫ জুলাই রাজিবকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আশা করছেন রাজিবকে জিজ্ঞাসাবাদ করলে সাংবাদিক আবু সায়েম হত্যার মূল রহস্য উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a comment