চুয়াডাঙ্গা মেহেরপুরসহ বিভিন্ন স্থানে ইফতার মাহফিল

 

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে গতকাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা, সরোজগঞ্জ সাংবাদিক ইউনিট, বাংলাদেশ মানবাধিকার কমিশন চুয়াডাঙ্গা জেলা শাখা, আলমডাঙ্গার হাঁপানিয়া যুবলীগ, দামুড়হুদা যুবলীগ, সরোজগঞ্জের ব্লাক স্পাইডার, গাংনী প্রেসক্লাব, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, দর্শনা রেলওয়ে শ্রমিকলীগ, দর্শনা ওয়েভ ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলের খবর পাওয়া গেছে।

চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক, নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি তরিকুল ইসলাম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, জেলা মহিলা সংস্থার সভানেত্রী নুরুন্নাহার কাকলি, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণসহ জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যবর্গ, প্রাক্তন ফুটলার, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট ও ফুটবল দলের খেলোয়াড়গণ ও আমন্ত্রিত অতিথিগণ। ইফতার ও দোয়া মাহফিলে সকলকে স্বাগত জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু। দোয়া পরিচালনা করেন মাও. এবাদত হোসেন দাড়িয়া। জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিঞ্জান প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বোয়ালমারীস্থ জেলা কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে চুয়াডাঙ্গায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন- সিনিয়র আইনজীবী মসলেম উদ্দিন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল ওহাব মল্লিক, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি আলহাজ গোলাম রহমান ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খোকন, মানবাধিকার কমিশনের সদস্য মনিরুজ্জামান, আসাদুজ্জামান গনি সালাম, মজিবুল হক চৌধুরী মিন্টু, মহসীন আলী, আসম আব্দুর রউফ, আলী হোসেন, এমএম মনোয়ার হোসেন, রফিকুল ইসলাম ,শাহ আলম সনি ,এমএ মামুন, আসলাম উদ্দিন ও আকছেদ আলী।

আলমডাঙ্গার হাঁপানিয়ার মরহুম ইসমাইলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়াচক্রে সভাপতি জেলা যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দ্দার, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মহিবুল ইসলাম মন্টু, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন টিটু, কলেজ ছাত্রলীগ সভাপতি আশিক ইকবাল স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক, রফিকুল ইসলাম প্রমুখ।

সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের উদ্যোগে কুতুবপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি আজিজুল হক, সাংবাদিক ইউনিটের সভাপতি ইলিয়াস হোসেন, সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি তেঁতুল শেখ কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল্লা শেখ, কুতুবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, হোয়াইট হাউজের সভাপতি আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, সম্পাদক জুয়েল রানা, কুতুবপুর ইউপি সচিব হাফিজুর রহমান, সাংবাদিক ইউনিটের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সহসম্পাদক আলম আশরাফ, সরোজগঞ্জ বাজার কমিটির সহসভাপতি আব্দুর রহমান ছব্দুল, আব্দুর রউফ মিয়া, সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই আজিজুল হক, শুম্ভুনগনর ক্যাম্প ইনচার্জ এএসআই মফিজ উদ্দিন, সাংবাদিক ইউনিটের উপদেষ্টা আক্কাচ আলী, ক্যাশিয়ার আরিফুল ইসলাম লিন্টু, সাংগঠনিক সম্পাদক জিসান আহাম্মেদ রাজু, সহসভাপতি হাবিবুর রহমান, প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, সুজন মাহমুদ, হাসিবুল ইসলাম, লাভলুর রহমান, কাতব আলী রাইহান উদ্দিন, আল হেলাল, আবুল কালাম আজাদ খোকন প্রমুখ। দোয়া পরিচালনা হাফেজ আলী আকবার। অপরদিকে ব্লাক স্পাইডার ক্লাবের উদ্যোগে গতকাল বিকেলে সরোজগঞ্জ বাজারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক নিলুয়ার হোসেন, থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, ছাত্রলীগ নেতা রুবেল, আব্দুল্লাহ, সুশান্ত, নুরু, সুমন, মুংলা, আশরাফুল, পংকচ, নয়ন, ইমু, লাটিম, মিন্টু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুর রহমান মসনাত।

বদরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার ভুলটিয়া মেসার্স ডিএমএসবি ব্রিকস অ্যান্ড ম্যানুফ্যাকচারিঙের উদ্যোগে সম্মানিত ব্যক্তিদের সম্মানে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভুলটিয়া নয়মাইল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন ডিএমএসবি ব্রিকসের মালিক মো. আব্দুল খালেক মালিতা। ভুলটিয়া ওপারপাড়া, শেখপাড়া ও স্কুলপাড়া জামে মসজিদে রোজাদারদের সম্মানে ইফতার বিতরণ করেন। ইফতার মাহফিলে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন সাংবাদিক কবীর দুখু মিয়া, নবাগত ভাটামালিক নাসির আলীসহ এলাকার সম্মানিত ব্যক্তিগণ। দেশ ও জাতির শান্তির কল্যাণের জন্য দোয়া পরিচালনা করেন নয়মাইল জামে মসজিদের ইমাম মো. আবু জাফর মালিতা।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালিদাসপুর ইউনিয়ন ছাত্রলীগের রেলগেট সংলগ্ন অফিসে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্মআহ্বায়ক জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা আবু তালেব, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল হক, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজু আহমেদ, সম্পাদক জমির উদ্দিন, যুবলীগ নেতা বিএম নাহিদ, রেজাউর রহমান বাবু, ইমদাদুল হক, উপজেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মহর আলী। ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা সনির উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সুজন আহমেদ, সহসভাপতি রুবেল আহমেদ, যুগ্ম সম্পাদক মামুন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম ও বাপ্পি, প্রচার সম্পাদক রানা আহমেদ, ছাত্রলীগ নেতা শাওন পারভেজ, রুহুল আমীন, রাজিব, সুমন, আলীম, মমিন, আলী, সামাদ, আলমগীর প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হযরত আলীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার ফকিরপাড়াস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আয়ুব আলী, ইমতিয়াজ হোসেন, বদর উদ্দিন, আবুল কাশেম, মিস্টার, ডালিম, লাভলু, সাবেক ইউপি সদস্য মোজাফ্ফর হোসেন, জনাব আলী, হবি, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক শফিউল কবির ইউসুফ, যুবলীগ নেতা সেলিম উদ্দিন বগা, রানা, টিকু, উপজেলা ছাত্রলীগ সভাপতি জামিরুল ইসলাম প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা যুবলীগ নেতা হযরত আলী। ইফতার মাহফিলের আগে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাও. রওশন আলী।

এদিকে দামুড়হুদা সেনেটারি হাউজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দামুড়হুদা ব্রিজরোডস্থ সেনেটারি হাউজের কারখানায় ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, দামুড়হুদা সদর ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হাশেম, ব্র্যাক ওয়াশ কর্মসূচির সিনিয়র ম্যানেজার মো. নূর উদ্দিন, প্রোগ্রাম অর্গানাইজার মোশারফ হোসেন, এনজিওকর্মী আব্দুস সামাদ, শিক্ষক ইব্রাহিম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুর রহমান, ওয়ালিউল্লাহ, মনিরুজ্জামান মিন্টু, রফিকুল আলম, আব্দুল হালিম ভূট্টু, হায়দার আলী, সন্টু প্রমুখ। ইফতার মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দামুড়হুদা সেনেটারি হাউজের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম রশিদ। দোয়া পরিচালনা করেন মুফতি রুহুল আমিন।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা রেলওয়ে শ্রমিকলীগের ইফতার মাহফিল গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে আলোচনা করেন আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আ.লীগ নেতা গোলাম ফারুক আরিফ, শফিকুল আলম, বিল্লাল হোসেন, আজাদ হোসেন, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, সাজাহান মোল্লা, আমিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, তোফাজ্জেল হোসেন তপু, আলামিন, মাসুম, শফি, রায়হান প্রমুখ। একই দিনে ওয়েভ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জীবননগর উপজেলা চেয়ারম্যান আ. লতিফ অমল, দর্শনা পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, মোহাম্মদ আলী শাহ মিন্টু, হাজি আকমত আলী, ফজলুল হক, ওয়েভ ফাউন্ডেশন কর্মকর্তা আমিরুল ইসলাম, জহির রায়হান প্রমুখ। এদিকে দর্শনার একঝাক তরুনের উদ্যোগে প্রকাশিত অনলাইন পত্রিকা আলোকিত দর্শনার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- আলোকিত দর্শনার প্রতিষ্ঠাতা সম্পাদক মমিনুল ইসলাম, এসএম সাইদুর রহমান, এসএম আব্দুর রহমান, মহেদী হাসান, ইমন হাসান, রাজু আহম্মেদ, সানোয়ার হোসেন প্রমুখ।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিল গতকাল মঙ্গলবার মেহেরপুর গাংনী উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডামের সভাপতিত্বে ও সাংবাদিক জুলফিকার আলী কাননের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ওসি আকরাম হোসেন ও গাংনী প্রেসক্লাব সভাপতি প্রভাষক রজমান আলী। আলোচনা শেষে দেশের মঙ্গল ও শান্তি কামনা ও সাংবাদিকদের একতাবদ্ধ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Leave a comment