গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা কাজিপুর গ্রাম থেকে গত সোমবার রাতে অস্ত্র ও বোমাসহ আব্দুর রশিদ (৪০) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুর রশিদ কাজিপুর বর্ডারপাড়ার দিদার আলীর ছেলে।
মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, আব্দুর রশিদ কাজিপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় ফেনসিডিলসহ মাদক পাচারের সাথে জড়িত। একটি সশস্ত্র মাদকব্যবসায়ী চক্রের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিলো। মাদক পাচারের উদ্দেশে নিজ বাড়ির কাছে আব্দুর রশিদ ও তার লোকজন জড়ো হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে গতরাত একটার দিকে অভিযান চালানো হয়। এ সময় একটি এলজি সার্টারগান ও তিনটি বোমাসহ রশিদকে গ্রেফতার করে পুলিশ। পালিয়ে যায় তার সহযোগী কয়েকজন। রশিদের নামে গাংনী থানায় মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত রশিদ জানিয়েছেন, তিনি স্থানীয় বিজিবি ক্যাম্পের সোর্স হিসেবে কাজ করেন। সাহেবনগর গ্রামের মাদকব্যবসায়ী লাল্টু ওরফে লাল্টু কানাসহ কয়েকজন মাদকব্যবসায়ীর সাথে বিরোধের জের ধরে তার এ পরিণতি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায় লে. কর্নেল আবুল কালাম আজাদ জানান, সে বিজিবির সোর্স নয়। বিজিবির নাম ভাঙিয়ে অনেকেই এভাবে ফায়দা লুটতে চায়।