আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে আহত ৩ : ট্রাকসহ চালক আটক

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ যাত্রী মারাত্মক আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্বার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে। ঘাতক ট্রাক ও ট্রাকচালাককে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজারের সোনালী ব্যংকের সামনে গতকাল দুপুর ১টার দিকে ট্রাক ও ব্যাটারিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ দু যাত্রী মারাত্মক আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্বার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আলমডাঙ্গা থেকে ছেড়ে আসা (চুয়াডাঙ্গা ট-১১-০২৪৮) দ্রুতগামী ট্রাক মুন্সিগঞ্জ হাসপাতাল মোড় থেকে ছেড়ে আসা ব্যাটারিচালিত একটি অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হারদীর উদয়পুরের আব্দুলের ছেলে অটোচালক মিনারুল (৩৮), মুন্সিগঞ্জ সোনাতনপুর গ্রামের ওয়াজেতের ছেলে রাশেদুল (২৩) ও মুন্সিগঞ্জ হাসপাতালের পিয়ন সুলতান মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবারই হাত ও পা ভেঙে গুঁড়িয়ে গেছে। এ সময় স্থানীয় এলাকাবাসী ঘাতক ট্রাক ও ট্রাকচালক চুয়াডাঙ্গা মসজিদপাড়ার আব্দুস ছাত্তারের ছেলে হিরাকে (৩০) আটক করে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেয়। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের এসআই আনিচ সঙ্গীয় ফোর্স নিয়ে ট্রাক ও ট্রাকচালককে থানায় নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকচালক থানায় আটক ছিলো। আহতদের অবস্থা আশঙ্কাজনক।