আইপিওয়াইজি বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সদস্য সংগ্রহ ও ঈদ সামগ্রী বিতরণ

 

মেহেরপুর অফিস: আইপিওয়াইজি বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে আলোচনাসভা ও সদস্য সংগ্রহ শেষে সদস্যদেও মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে সংগঠনের মেহেরপুর কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আইপিওয়াইজির অ্যাম্বাসাডার ও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট মেহেরপুর জেলা শাখার সহসভাপতি মো. মোখলেছুর রহমান। উপস্থিত ছিলেন শিক্ষক নেতা মো. ইসরাইল হোসেন, আবুল কাশেম, রবিউল ইসলাম বাবুল, আব্দুর রশিদ বাবুল, ওয়াহেদ মুরাদ, মো. আলাউদ্দীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান।

Leave a comment