মহেশপুরে ঈদবাজার জমে উঠেছে

মহেশপুর প্রতিনিধি: শেষ মুহূর্তে মহেশপুর বাজারে ঈদের কেনাকাটা জমে উঠেছে। অধিকাংশ দোকানে পুরুষের চেয়ে মহিলা ক্রেতার সংখ্যা বেশি।

সরেজমিনে বাজারগুলো ঘুরে দেখা গেছে, ক্রেতারা দেশীয় পোশাকের থেকে বাইরের পোশাকের প্রতি আকৃষ্ট বেশি। দোকানদাররা জানান, শাড়ি, থ্রিপিস, সালোয়ার-কামিজ ও পাঞ্জাবি বেশি বিক্রি হচ্ছে। টানা বর্ষণে থমকে গিয়েছিলো বাজারের বেচাকেনা। বর্তমানে বাজারে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পাখি শাড়ি ও কিরণমালা সালোয়ার-কামিজ মহিলা ক্রেতাদের পছন্দ বেশি। ফতেপুর বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আমিনুর রহমান জানান, এ বছর ঈদে আমরা অনেক মালামাল আমদানি করেছি। কয়েকদিনের টানা বর্ষণে তেমন বেচাকেনা হয়নি। তবে বর্তমান বাজারে খুব ভিড় লক্ষ্য করা যাচ্ছে বেচাকেনাও ভালো হচ্ছে। বকুল বস্ত্র বিতানের স্বত্বাধিকারী আবুল জানান, শেষ মুহূর্তে কেনাকাটার জন্য ক্রেতাদের চাপ বেড়েছে, দম ফেলানোর সময় পর্যন্ত পাচ্ছি না। কর্মচারীরা রীতিমতো ক্রেতাদের জিনিস দিতে হিমসিম খাচ্ছে। ঈদের আগে এ ধরনের আবহাওয়া থাকলে আগের ক্ষতি পুষিয়ে নেয়া যাবে বলে তিনি ধারণা করেন। বাজারগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।