বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ২৮

মাথাভাঙ্গা মনিটর: ইরাকের রাজধানী বাগদাদে একাধিক গাড়িবোমা ও আত্মঘাতী হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক ব্যক্তি। গত রোববার উত্তরাঞ্চলের শাব শহরে কার গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন এবং এর নিকটবর্তী একটি বাজারে আত্মঘাতী হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে। এছাড়া বুনাউক শহরে আরেকটি কার বোমা হামলায় অন্তত নয়জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রের খবর। নিরাপত্তা বাহিনীর সদস্যরা রোববার এসব হামলার পরপরই উত্তর বাগদাদের বিভিন্ন এলাকা সিলগালা করে দিয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ অবস্থা বজায় থাকবে। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এসব হামলার দায় স্বীকার করেনি। অতীতে এ ধরনের হামলার দায় প্রায়ই ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের নিতে দেখা গেছে। অবশ্য দেশটিতে জাতিগত সংঘাত থেকেও রক্তক্ষয়ী সহিংসতার নজির আছে।

Leave a comment