স্টাফ রিপোর্টার: বরিশালের হিজলা উপজেলায় সন্দেহভাজন তিন ডাকাত গ্রামবাসীর গণপিটুনিতে নিহত হয়েছে। গতকাল রোববার রাত সোয়া দুইটার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় হিজলা থানার পুলিশ। তারা লাশ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। হিজলা থানার পুলিশ জানায়, নিহত ব্যক্তিরা হলো- হানিফ সরদার (২৫), মো. হারুন ব্যাপারী (২৩) ও মিরাজ মোল্লা (২২)। হিজলা থানার ওসি মো. গোলাম সরোয়ার বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।