কোটিপতির হাতে ভিক্ষের থালা!

মাথাভাঙ্গা মনিটর: নিরুপায় হয়ে হাত পেতেছেন, কিছু টাকা-পয়সা পেলে এ যাত্রা বেঁচে যাবেন। রোজার মাসে এভাবেই মুসল্লিদের কাছে সাহায্য চাইছিলেন তিনি। কিন্তু ধরা পড়ে গেলেন পুলিশের চোখে। সে দেশে ভিক্ষা করা নিষেধ বলে পুলিশ তাকে মসজিদের সামনে থেকে ধরে নিয়ে গেছে। পরে তদন্তে জানা গেছে, এই ভিক্ষুক আসলে কোটিপতি, তার ব্যাংক অ্যাকাউন্টে জমা প্রায় ১৩ কোটি টাকা। সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েতে। কুয়েত সিটির একটি মসজিদের সামনে থেকে আটক হওয়া ওই ব্যক্তি কুয়েতি নাগরিক নন। তবে তিনি কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানানো হয়নি। তিনি এখন পুলিশের হেফাজতে আছেন। নিরাপত্তা কর্মীদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিরাপত্তাকর্মীরা ওই এলাকায় টহল দেয়ার সময় মসজিদের সামনে তাকে অর্থের জন্য ভিক্ষে করতে দেখতে পান। তিনি বলছিলেন যে, তার টাকা-পয়সা নেই এবং তিনি গৃহহীন। কুয়েতের আইন ভঙ্গ করার অপরাধে তাকে সাথে সাথেই আটক করে আল আহমাদি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে তদন্ত করে দেখা যায়, কুয়েতের একটা স্থানীয় ব্যাংকে তার অ্যাকাউন্টে প্রায় ৫ লাখ কুয়েতি দিনার জমা আছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ কোটি টাকা। কুয়েতসহ বাহরাইন, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষে করা নিষিদ্ধ। রোজার মাসে নগদ টাকার জন্য ভিক্ষাবৃত্তি দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীরা বিশেষভাবে তৎপর থাকেন। কেননা এই সময়ে স্থানীয় ও বিদেশিদের অনেকেই দান-খয়রাত করতে চান।