মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের মাদারহুদায় দুটি মসজিদের একটিতে সৌর বিদ্যুত লাগানো নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।
জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের মাদারহুদা গ্রামের দক্ষিণপাড়ার জামে মসজিদে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির বরাদ্দ দেয়া একটি সৌর বিদ্যুত লাগানোর জন্য ইউপি সদস্য নজরুল ইসলাম কাগজপত্রসহ কমিটির নামে একটি প্রকল্প জমা দেন। কিন্তু কয়েকজন সেই সৌর বিদ্যুত গ্রামের পুরাতন মসজিদে লাগানোর চেষ্টা করেন। এ নিয়ে গ্রামের দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যেকোনো সময় সংঘর্ষ হতে পারে বলে এলাকার সুধীমহল মনে করছে।