অবশেষে সমঝোতা : বেইলআউট পাচ্ছে গ্রিস

মাথাভাঙ্গা মনিটর: স্নায়ুক্ষয়ী উত্তেজনা আর রাতভর আলোচনার পর দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া গ্রিসকে তৃতীয় দফায় ঋণ দিতে সমঝোতায় পৌঁছেছে ইউরোজোনের দাতারা। আর এর মধ্যে দিয়ে ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসের অন্যতম গভীর এই সঙ্কট থেকে উত্তরণের পথ পাওয়া গেছে; একক মুদ্রা ব্যবহারকারী ১৯ দেশের ইউরো পরিবার থেকে গ্রিসের ছিটকে পড়াও আপাতত ঠেকানো গেছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রধান জ্যঁ-ক্ল ইয়াঙ্কার। গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বলেছেন, কঠিন এক লড়াইয়ের পর তার দেশ বেইল আউট ও ঋণ পুনর্গঠনের বিষয়টি নিশ্চিত করতে পেরেছে। এক প্রতিবেদনে বলা হয়, যেসব সংস্কারের শর্তে ইউরোজোনের দাতারা নতুন করে টাকা দিতে রাজি হয়েছে, তা বুধবারের মধ্যে গ্রিসের পার্লামেন্টে পাস করাতে হবে। ইউরোপীয় ইউনিয়নের এক বিবৃতিতে বলা হয়, নতুন সমঝোতার আওতায় তিন বছরে ৮৬ বিলিয়ন ডলার পাবে গ্রিস। তবে এজন্য জার্মানি নেতৃত্বাধীন ঋণদাতা মোড়লদের যেসব শর্ত গ্রিসকে পূরণ করতে হবে, তাতে বামপন্থি সিপ্রাসের সরকারকে অনেক বেশি চাপে থাকতে হবে, জনগণের ক্ষোভও সামাল দিতে হবে বলে এক প্রতিবেদনে বলা হয়। ২০১০ সাল থেকে ইউরোপীয় কমিশন, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক ও আইএমএফ’র কাছ থেকে দু দফায় প্রায় ২৪০ বিলিয়ন ইউরো ঋণ নেয় গ্রিস। তবে ওই টাকার জন্য পেনশন, বেতন ও সরকারি সেবায় কাটছাঁটসহ কঠিন কৃচ্ছ্বতার শর্ত মেনে নিতে হয় গ্রিসের জনগণকে।