অপসংস্কৃতি রুখে দিয়ে দেশীয় সংস্কৃতিকে লালন করতে হবে

দর্শনা প্রেসক্লাবে বাউল মন প্রকাশনার মোড়ক উন্মোচনকালে এমপি টগর

 

হারুন রাজু: দর্শনা বাউল পরিষদের ১৫ বছর পূর্তি উপলক্ষে বাউল মন পত্রিকা প্রকাশ করা হয়েছে। গত রোববার বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে দর্শনা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে প্রকাশনার মোড়ক উন্মোচন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বাউল মন প্রকাশনার মোড়ক উন্মোচনকালে এমপি আলী আজগার টগর বলেন, লোকজ সংস্কৃতি বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে লালন করে। বাউলসঙ্গীত অবহমান বাংলার মানুষের প্রাণের সুর। আকাশ সংস্কৃতির রোষানলে পড়ে যখন দেশীয় সাংস্কৃতি বিপর্যস্ত, ঠিক তখনই ধীরু বাউল দেশীয় সংস্কৃতিকে টিকিয়ে রাখতে উদ্যোগ নিচ্ছেন। তাই আসুন অপসংস্কৃতি রুখে দিয়ে দেশীয় সংস্কৃতিকে লালন করি। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পরিচালক লে. কর্নেল মনিরুজ্জামান বলেন, বাউল সঙ্গীত হচ্ছে আদি সংস্কৃতি ধারার ধারক-বাহক। যে গানে আছে মাটি ও মানুষের গন্ধ এবং প্রাণের সুর। ধীরু বাউল গানের সাথে সাথে বাউল মন পত্রিকা প্রকাশনা একটি মহতি উদ্যোগ। বাউল পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সি মাহবুবুর রহমান বাবু ও সাহিত্যিক আবু সুফিয়ান। বক্তব্য রাখেন- মনিরুজ্জামান ধীরু বাউল ও দর্শনা প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডল। সাংবাদিক রেজাউল করিম লিটনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন- দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সহসভাপতি চঞ্চল মেহমুদ, সাধারণ সম্পাদক এসএম ওসমান, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, ইয়াছির আরাফাত মিলন, আ.লীগ নেতা ইনু শাহ, হিজলগাড়ি প্রেস ইউনিটের সাধারণ সম্পাদক আরিফ হাসান প্রমুখ। পরে এমপি টগর ও লে. কর্নেল মনিরুজ্জামানসহ অতিথিরা ধীরু বাউলের প্রকাশনা বাউল মন পত্রিকার মোড়ক উন্মোচন করেন।