দামুড়হুদায় দুস্থদের মাঝে এমপি টগরের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় দুস্থদের মাঝে এমপি টগরের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে এলাকার ৮৪ জন অসহায় দুস্থের মাঝে ১ লাখ ২৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের পক্ষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই চেক বিতরণ করেন। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সহসভাপতি রবিউল হোসেন, যুগ্মসম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা সদর ইউনিয়ন কমিটির সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা আব্দুস সালাম ভুট্টু, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম, নাজির জহির উদ্দিন বাবর প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পল্লি উন্নয়ন সংস্থা পাস’র উদ্যোগে অসহায় দরিদ্র শিশুদের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়। তিতুদহ ইউনিয়ন জাসদ নেতা গবরগড়া গ্রামের ডাক্তার হোসেন আলী সহযোগিতা করেন। গতকাল রোববার সকাল ১০টায় পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ২৪ জন শিশুর হাতে পাঞ্জাবি তুলে দেন তিতুদহ ইউনিয়ন জাসদ নেতা ডাক্তার হোসেন আলী। এ সময় উপস্থিত ছিলেন পাস’র পরিচালক কাতব আলী, সাতগাড়ি বাজার কমিটির সভাপতি উজ্জ্বল হোসেন, সাংবাদিক জিয়া প্রমুখ।

ভ্রাম্যমা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে ৩ হাজার ২৩৪ জন ভিজিএফ কার্ডধারীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গত রোববার সকাল ১০টা হতে বিরতিহীনভাবে এ চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম। এছাড়াও ইউনিয়ন আ.লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শওকত আলী তরফদার, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, ইউপি সদস্য সবুর আলী, লিয়াকত আলী, নোয়াজ্জেশ আলী, করম আলী, আলী আহম্মেদ, কহিনুর বেগম, রোকেয়া খাতুন, রহিমা খাতুন ও সচিব নাঈম উপস্থিত ছিলেন ।