গাংনী প্রতিনিধি: বাংলাদেশ টেলি কমিউনিকেশন লিমিটেডের (বিটিসিএল) ব্রডব্যান্ড ইন্টারনেট লাইনের দাবিতে মেহেরপুর গাংনী বিটিসিএল কার্যালয়ের সামনে গতকাল রোববার সকালে ঘণ্টাব্যাপি মানববন্ধন করেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।
সাংবাদিক জুলফিকার আলী কাননের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, সাংবাদিক মাজেদুল হক মানিক, কম্পিউটার ও সাইবার ক্যাফ ব্যবসায়ী মঞ্জুর মোর্শেদ শান্তি, ব্রডব্যান্ড ইন্টারনেট দাবি আন্দোলনের আহ্বায়ক নাজমুল হুদা ও খোরশেদ আলম, গাংনী পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম আসাদ, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার রহমান, ফ্রিল্যান্সার সুজন, সবুজ, তরিকুল ইসলাম, রাশেদুজ্জামান, ইন্টারনেট ব্যবহারকারী সোয়েব হাসান টিটু, তুহিন রেজা, শাহানাজ পারভীন, জান্নাতুল নাইম, জুবাইদা আক্তার, নুরজাহান খাতুন, উর্মি আক্তার, কামরুন্নাহার, সেলিনা আক্তার প্রমুখ।
মানববন্ধনে গাংনী উপজেলার বিভিন্ন এলাকার, ফ্রিলান্সার, ইন্টারনেট ব্যবহারকারী, রাজনীতিক, সাংবাদিক, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, বর্তমান সরকার দেশকে ডিজিটালের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের মানুষ ডিজিটাল যুগের সুফল ভোগ করছেন। গাংনী উপজেলার বিভিন্ন স্থানে ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সাররা ইতোমধ্যে আউট সোর্সিঙের মাধ্যমে তাদের বেকারত্ব ঘোচানোর চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ না থাকার কারণে আউটসোর্সিঙে এ তারা কাঙ্ক্ষিত সফলতার মুখ দেখতে পারছেন না। বিটিসিএল অফিসের পাশ দিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন মেহেরপুর জেলা সদরে সংযোগ দিলেও গাংনী উপজেলাবাসীকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। আন্দোলনকারীরা হুমকি দিয়ে বলেন, অনতিবিলম্বে গাংনীতে বিটিসিএল’র ব্রডব্যান্ড সংযোগ না দিলে আগামীতে আরো আন্দোলন কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসের দিকে গাংনী উপজেলার বিভিন্ন এলাকার ফ্রিল্যান্সার, সাংবাদিক, শিক্ষক, ছাত্র-সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিটিসিএল অফিস ঘেরাও, প্রতীকী অনশন ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছিলেন।