মাথাভাঙ্গা মনিটর: আজিঙ্কা রাহানে ও মুরালি বিজয়ের অর্ধশতকে জিম্বাবুয়েকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে ভারত। এক ম্যাচ বাকি রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে গেছে ভারত। দ্বিতীয় ওয়ানডেতে ৬২ রানে জিতেছে অজিঙ্কা রাহানের দল। গতকাল রোববার হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৭১ রান করে ভারত। জবাবে এক ওভার বাকি থাকতে ২০৯ রান করে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। অধিনায়ক রাহানে ও বিজয়ের সতর্ক ব্যাটিঙে শুরুটা বেশ ভালো হয় সফরকারীদের। রাহানে ৮৩ বলে ৭ চারে ৬৩ রান করে আউট হলে উদ্বোধনী জুটি ভাঙে। এক চার ও ২ ছয়ে ৯৫ বলে ৭২ রান করেন বিজয়। ২৬ ওভারের উদ্বোধনী জুটিতে ১১২ রান তোলেন রাহানে-বিজয়। মিডল অর্ডার ব্যাটসম্যানরা দলের এ ভালো শুরুটাকে খুব বেশি কাজে লাগাতে পারেননি। এরপরও অবশ্য লড়াই করার মতো রান তুলতে পারে ভারত। স্বাগতিক জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন নেভিল মাডজিভা। ১০ ওভার বল করে ৪৯ রান দেন তিনি। এছাড়া একটি করে উইকেট পান ব্রায়ান ভিটোরি, ডোনাল্ড টিরিপানো, চামু চিবাবা ও সিকান্দার রাজা। লক্ষ্য খুব আহামরি না হলেও ইনিংসের প্রথমভাগেই ৩ উইকেট হারিয়ে ‘ব্যাকফুটে’ চলে যায় জিম্বাবুয়ে। উদ্বোধনী ব্যাটসম্যান চামু চিবাবা চেষ্টা করেছিলেন, কিন্তু হারের ব্যবধানই শুধু কমাতে পারেন তিনি। রান আউট হওয়ার আগে ৭২ রান করেন চিবাবা। ১০০ বলের ইনিংসে ৯টি চার মারেন তিনি। ৩৩ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ভুবনেশ্বর কুমার।
এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ জয়