আলমডাঙ্গা ব্যুরো: স্ত্রীকে তালাক দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগে প্রাগপুর গ্রামের ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার আলমডাঙ্গা থানা পুলিশ তাকে আটক করে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার প্রাগপুর গ্রামের চায়েন আলীর ছেলে ফারুক (২৮) প্রায় এক বছর আগে একই উপজেলার তিয়রবিলা গ্রামের শমসের মৃধার মেয়ে নাজমার সাথে বিয়ে করে। নাজমাকে তালাক দেয়ার কথা বলে ফারুক দেনমোহর পরিশোধ করতে চায়। কিন্তু দেনমোহরের টাকা না দিয়ে সটকে পড়ায় নাজমা তার বিরুদ্ধে প্রতারণার মামলা করে।