মোগাদিসুর দুটি হোটেলে জঙ্গি হামলায় নিহত ১০

মাথাভাঙ্গা মনিটর: সোমালিয়ার রাজধানী মোগাদিসুর দুটি হোটেলে আল শাবাব জঙ্গিদের হামলায় অন্তত ছয় বেসামরিক ও চার জঙ্গিসহ ১০ জন নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী সৈয়দ ও পার্লামেন্ট ভবনের নিকটবর্তী উইহলিয়া হোটেলে হামলা দুটি চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। দুটি হামলার দায়ই স্বীকার করেছে দেশটির কট্টর ইসলামপন্থি জঙ্গিগোষ্ঠী আল শাবাব। শেষ খবর পাওয়া পর্যন্ত সৈয়দ হোটেলে হামলাকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর বন্দুক লড়াই অব্যাহত ছিলো। উইহলিয়া হোটেলের সামনে থেকে পুলিশ কর্মকর্তা উমর আলী বলেন, হোটেলের গেটে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালিয়ে হামলাটি শুরু হয়। এতে এক জঙ্গি নিহত ও পরে অপর তিনজনকে গুলি করে হত্যা করা হয়। এখানে হামলাকারীদের বিরুদ্ধে অভিযান শেষ হয়েছে। এ পর্যন্ত ছয় বেসামরিক মানুষের মৃত্যুর কথা আমরা জানতে পেরেছি।