আলমডাঙ্গার কেশবপুরে দাবিকৃত চাঁদার টাকা আনতে গিয়ে গ্যাঁড়াকলে
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কেশবপুরে দাবিকৃত চাঁদার টাকা আনতে গিয়ে গ্যাঁড়াকলে পড়েছে মিরপুরের চাঁদাবাজ নঈমুদ্দীন। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দিয়েছে। গতকাল শনিবার পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কেশবপুরের আলী মোহাম্মদের ছেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য তাইজাল হোসেনের কাছে মোবাইলফোনে বেশ কিছুদিন ধরে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো পার্শ্ববর্তী মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের রুস্তম আলীর ছেলে নঈমুদ্দীন (৩৫)। গতকাল সে কেশবপুর গ্রামে যায় দাবিকৃত চাদাঁর টাকা আনতে। সে সময় কৌশলে তাকে আটকে রেখে পরে আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতানের হাতে তুলে দেয়া হয়। পরে তাকে আলমডাঙ্গা থানায় নিয়ে আসে পুলিশ। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে।