হত্যার রহস্য উন্মোচনের দাবিতে আজ বিক্ষোভ মিছিল : প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কালো ব্যাজ ধারণ
জীবননগর ব্যুরো: দৈনিক সমকালের জীবননগর প্রতিনিধি আবু সায়েম হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যার ক্লু উদঘাটনসহ বিচারের দাবিতে আজ রোবাবর জীবননগর প্রেসক্লাবের সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করবেন। একই সাথে দুপুর ১২টায় প্রেসক্লাব হতে বিক্ষোভ মিছিল বের করা হবে এবং হত্যার মোটিভ উদ্ধারসহ ঘাতকের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর বাবু গতকাল শনিবার নতুন এ কর্মসূচি ঘোষণা করেছেন।
এদিকে গ্রেফতারকৃত ঘাতক রাজিব সরকারের ৭ দিনের রিমান্ড চেয়ে জীবননগর থানা পুলিশের করা আবেদনের শুনানি আজ। আদালতে রিমান্ড মঞ্জুর হলে ঘাতক রাজিবকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সাংবাদিক সায়েম হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লুৎফুল কবির আশাবাদ ব্যক্ত করেছেন। অপরদিকে সাংবাদিক সায়েম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জীবননগর প্রেসক্লাবের নতুন ঘোষিত কর্মসূচি সফল করতে উপজেলার কর্মরত সকল সাংবাদিক সমাজকে আজ রোববারের কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য প্রেসক্লাবের পক্ষ হতে আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে লাল সালু পরে সাধু সেজে ঘাতক রাজিব সরকার সাংবাদিক আবু সায়েমের শয়নকক্ষে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় সায়েমের চিৎকারে তার বাবা আবুল খায়ের ওরফে বাচ্চু মোল্লা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত। তাদেরকে উদ্ধার করে প্রথমে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়। এখানে আবু সায়েমের অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর সদর হাতপাতাল নেয়া হয়। পরে তাকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে জরুরি অপারেশন করা হলে বুধবার বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনার পর ঘাতক দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের মতিয়ার রহমানের ছেলে রাজিবকে জনগণের সহযোগিতায় জীবননগর থানা পুলিশ গ্রেফতার করে।