স্টাফ রিপোর্টার: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সমতা আনতে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ। এজন্য দ্বিতীয় ওয়ানডেতে একাদশে পরিবর্তন আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে সুপারিশ করেছে টেকনিক্যাল কমিটি। গতকাল শনিবার বিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে। আগামীকাল রোববার মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ।
জানা যায়, দ্বিতীয় ওয়ানডেতে সাফল্য পেতে মূল একাদশে এনামুল হক বিজয়, আরাফাত সানি এবং পেসার রুবেল হোসেনকে দলে রাখার প্রস্তাব করা হয়েছে। তবে কাদের দলে রাখা হবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, দ্বিতীয় ওয়ানডেতে একাদশে ১০ জন খেলোয়াড় নিশ্চিত। একজনের জায়গা নিয়ে আলোচনা চলছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে পারফরমেন্সের কারণে খেলোয়াড়দের সতর্ক করে দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সবাইকে পেশাদার মনোভাব দেখাতে হবে। প্রথম ওয়ানডেতে ব্যাটসম্যানদের ব্যর্থতায় খুব বাজেভাবে হারে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে সফররত প্রোটিয়ারা। আগামীকাল ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা। গতকাল শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটসম্যান ডেভিড মিলার বলেন, আগামীকালই (রোববার) সিরিজ জিততে চাই। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো জয়ের এ ধারাবাহিকতা ধরে রাখা। এজন্য প্রত্যেকটি বলে নজর থাকবে আমাদের। এরপর ওভার। এভাবেই পুরো খেলা। তাহলে ফলাফল আসবেই।
এনামুল-সানি-রুবেলকে একাদশে রাখার প্রস্তাব
