অগ্নি-পরীক্ষার ম্যাচে আজ ঘুরে দাড়াতে চায় বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: ব্যাটসম্যান-বোলারদের ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচ সিরিজের প্রথমটি ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফলে দ্বিতীয়টি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য অগ্নি-পরীক্ষার ম্যাচ। সিরিজ জয়ের আশা ধরে রাখতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়াতে চায় টাইগাররা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রোববার বিকেল তিনটায়। জয়ের লক্ষ্য নিয়েই সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। নয়তো সিরিজ হারের তেঁতো স্বাদটা দ্বিতীয় ম্যাচেই পেতে হবে বাংলাদেশকে। আর দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নিবে দক্ষিণ আফ্রিকা।

লড়াই ছাড়াই দু ম্যাচের টোয়েন্টি টোয়েন্টি সিরিজ দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। তবে ওয়ানডেতে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা ছিলো প্রবল। কারণ সাম্প্রতিক পারফরমেন্স তেমনটাই বলছে। বিশ্বকাপের পর পাকিস্তান ও ভারতের বিপক্ষে দাপটের সাথে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছিলো টাইগাররা। তাই ওই দু সিরিজের পারফরমেন্সে ফলাফলে ওয়ানডেতে অন্যতম শক্তিশালী দল এখন বাংলাদেশ। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পনই করলো বাংলাদেশ। বৃষ্টির কারণে আড়াই ঘন্টা পর খেলা শুরু হলে, ৪০ ওভারে নির্ধারিত হয় ম্যাচটি। সেখানে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার অভিষেক পেসার রাগিসো রাবাদার ঝড়ের মুখে পড়ে বাংলাদেশ। ম্যাচ সেরা রাবাদার ১৬ রানে ৬ উইকেট শিকারের ফলে ২১ বল বাকি রেখে ১৬০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

জয়ের জন্য ছোট টার্গেট পেয়ে অনেকটা হেসেখেলেই ৮ উইকেটে ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। ফাফ ডু-প্লেসিসের অপরাজিত ৬৩ রান সফরকারীদের জয়কে সহজ করেছে। দক্ষিণ আফ্রিকার পতন হওয়া দুউইকেট ভাগাভাগি করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও নাসির হোসেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ হেরে বেকাদায় পড়ে গিয়েছে বাংলাদেশ। এখান থেকে ঘুড়ে দাঁড়াতে হলে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই বাংলাদেশের সামনে। ঘুড়ে দাঁড়ানো গেলে বর্তমান পরিস্থিতি থেকে নিজেদের বেশ ভালোভাবেই নির্ভার করতে পারবে বাংলাদেশ। সেই সাথে সিরিজ জয়ের আশাও টিকে থাকবে মাশরাফিবাহিনীর। এজন্য দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যান ও বোলারদের এক সাথে ঝলসে উঠতে হবে। বাংলাদেশ যেখানে জয়ের জন্য অস্থির, সেখানে বেশ টগবগে অবস্থায় রয়েছে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজেও দুর্দান্ত সূচনা করলো প্রোটিয়াসরা। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে উন্মুখই হয়ে থাকবে আমলা-রাবাদারা। বাংলাদেশ স্কোয়াড (সম্ভাব্য) : মাশরাফি বিন মতুর্জা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড (সম্ভাব্য) : হাশিম আমলা (অধিনায়ক), কাইল এ্যাবট, ফারহান বেহারদিয়ান, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, রায়ান ম্যাকলারেন, ডেভিড মিলার, মরনে মরকেল, ক্রিস মরিস, ওয়েন পার্নেল, এ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা, রিলি রোসৌ ও ইড্ডি লি।

Leave a comment