সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ নিহত ৯

মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবের মাজমায় আহত সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নয়জন নিহত হয়েছেন। এছাড়াও নিহতদের মধ্যে ছয়জন ভারতীয় রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন বাংলাদেশি হলেন- জামালপুরের ওয়াহেদ আলী, কিশোরগঞ্জের মাসুদ মিয়া ও টাঙ্গাইলের আলম চাঁদ মিয়া। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা একটি ক্লিনিং কোম্পানিতে কাজ করতেন।

নিহতদের লাশ রিয়াদের কিং খালেদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আহতদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a comment