মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবের মাজমায় আহত সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নয়জন নিহত হয়েছেন। এছাড়াও নিহতদের মধ্যে ছয়জন ভারতীয় রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন বাংলাদেশি হলেন- জামালপুরের ওয়াহেদ আলী, কিশোরগঞ্জের মাসুদ মিয়া ও টাঙ্গাইলের আলম চাঁদ মিয়া। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা একটি ক্লিনিং কোম্পানিতে কাজ করতেন।
নিহতদের লাশ রিয়াদের কিং খালেদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আহতদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।