মাথাভাঙ্গা মনিটর: ২০১৬ সালে ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাকিস্তান যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আমন্ত্রণে সেখানে যেতে রাজি হয়েছেন মোদী। তার এ সম্মতিকে দু দেশের সম্পর্কে উষ্ণতার লক্ষণ হিসাবেই দেখা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই হবে মোদীর প্রথম পাকিস্তান সফর। দু দেশের সরকারের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ২০১৬ সালের সার্ক সম্মেলনে যোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী ওই আমন্ত্রণ গ্রহণ করেছেন। সীমান্তে উত্তেজনা দেখা দেয়ার পর গত বছর থেকে প্রতিবেশী দু দেশের মধ্যে সচিব পর্যায়ের আলোচনা বন্ধ হয়ে যায়। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতে দু নেতা রাশিয়ার উফা শহরে যান। সেখানেই শুক্রবার তারা আলাদাভাবে বৈঠক করেন। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই পাকিস্তানের সাথে সম্পর্কে যে টানাপোড়েন চলছে।