মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকব্যবসায়ী ও মাদকসেবীর কারাদণ্ড

মেহেরপুর অফিস: মেহেরপুরের এক মাদকব্যবসায়ী ও এক মাদকসেবীকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত গতকাল শুক্রবার দুপুরে। মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের মাদকব্যবসায়ী আব্দুর রাজ্জাককে (৩৬) দু বছরের ও শহরের হাসপাতাল গেটপাড়ার মাদকসেবী সাকিরুলকে (১৯) এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন তাদের ওই সাজা দেন।

জানা যায়, মেহেরপুর শহরের উপকন্ঠ বামনপাড়া মোড়ের একটি দর্জির দোকানে গাঁজা বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১২টার দিকে সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ওই দর্জির দোকান থেকে বামনপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে মাদকব্যবসায়ী আব্দুর রাজ্জাককে ৪৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অপর এক অভিযানে শহরের হাসপাতাল গেটের সামনে গাঁজা খাওয়ার সময় ওই পাড়ার খাদেমুল ইসলামের ছেলে সাকিরুকে আটক করে পুলিশ। ওই সময় তার শরীর তল্লাশি চালিয়ে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দুপুরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আব্দুর রাজ্জাককে দু বছরের ও সাকিরুলকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। বিকেলে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে আটক অভিযানে নেতৃত্ব দেন সদর থানার এসআই মেজবাহুর ও এএসআই উত্তম কুমার।

Leave a comment