মাজেদুল হক মানিক: স্টার জলসা। কোলকাতার টিভি চ্যানেল হলেও এর দর্শক বাংলাদেশেও কম নয়। চ্যানেলটির এদেশীয় নিয়মিত দর্শক জারা তাদের মধ্যে রীতিমতো আসক্তি চলে এসেছে বলা চলে। এতে প্রচারিত বিভিন্ন সিরিয়াল দেখে নিজেকে ওই চরিত্রের মতো সাজাতে চায় অনেক কিশোরী-তরুণী। আর এ আসক্তি থেকেই এবারের ঈদের কেনাকাটায় কিশোরী-তরুণীরা হুমড়ি খেয়ে পড়ছে স্টার জলসায় প্রচারিত সিরিয়াল কিরণমালার নামে নামকরণ করা পোশাকটিতে। এতে দেশীয় কাপড় বিক্রিতে পড়েছে ভাটা। শুধু তাই নয়, পোশাকটির চাহিদা এতোই যে, বিক্রেতারা ওই পোশাক জোগান দিতে রীতিমতো হিমসিম খাচ্ছেন। চাহিদা পূরণে অনেক দোকানে বাংলাদেশি পোশাককে ভারতীয় কিরণমালা বলে চালিয়ে দেয়া হচ্ছে। কাপড়ের মান ও দাম জাই হোক, কিরণমালা স্টাইলের পোশাক আর ভারতীয় বললেই কিনে নিয়ে জাচ্ছেন ক্রেতারা।
গত কয়েকদিন মেহেরপুর জেলা শহর, গাংনী ও মুজিবনগর উপজেলা শহরসহ বিভিন্ন মার্কেটে গেলে বিক্রেতারা এমন তথ্যই জানান।
জেলার সব হাট-বাজারে এখন ব্যস্ততা বেড়েছে ঈদের কেনাকাটার। সকাল থেকে রাত অবধি বেচাকেনার যেন ক্লান্তি নেই ক্রেতা-বিক্রেতাদের। নারী-পুরুষ শিশুদের কেনাকাটায় রয়েছে ভিন্নতা। কিশোরী, তরুণী ও গৃহিণীদের একমাত্র পছন্দ ভারতীয় টিভি চ্যানেলের সিরিয়ালের নায়িকাদের নামের পোশাক। গত কয়েক বছর ধরে কয়েকজন অভিনেত্রীর নামের পোশাকের পর এবার চলছে কিরণমালার নামের পোশাকটি। ক্রেতাদের পছন্দের পোশাকের জোগান দিতে গিয়ে রীতিমতো হিমসিম খাচ্ছেন বিক্রেতরা। কাপড়ের রঙ ও মান জাই হোক ভারতীয় হলেই খুশি ক্রেতারা। দেশীয় পোশাকের তেমন কোনো চাহিদা নেই। খুব কম সংখ্যক ক্রেতা দেশীয় কাপড়ের প্রতি আকৃষ্ট। আর তাই ক্রেতাদের চাহিদা মেটাতে বাংলাদেশি পোশাক ভারতীয় বলে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা। এমনটাই জানালেন গাংনী শহরের এসএম প্লাজার কাপড় বিক্রেতা মিজানুর রহমান ও জিল্লুর রহমান।
করমদি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমী আক্তার জানান, ভারতীয় স্টার জলসার বিভিন্ন সিরিয়ালের প্রতি আসক্তি থেকেই এসব পোশাকের দিকে ঝুঁকে পড়েছেন তারা। পরিবারের সকলের পছন্দ এ পোশাক। বেশিরভাগ মানুষ এসব পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই একজনের দেখাদেখি আরেক জন ঝুঁকে পড়ছেন। তবে এর ব্যতিক্রমও লক্ষ্য করা জায়। এর সংখ্যা খুবই কম। এমনই একজন চেংগাড়া গ্রামের ইউপি সদস্য নাজনীন আক্তার চামেলী। তিনি জানান, বাঙালি হওয়ায় তিনি দেশীয় পোশাক কিনেছেন। ভারতীয় পোশাকের প্রতি তার চরম অনীহা রয়েছে। দেশে তৈরি পোশাক অনেক উন্নত বিধায় তিনি ভারতীয় কাপড় কিনতে আগ্রহী নন।