বিজিবি-এলাকাবাসীর ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে বিএসএফর পলায়ন

 

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলার কলারোয়ায় মাদরা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে ঢুকে স্থানীয়দের ওপর হামলা চালানোর সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও স্থানীয় বাসিন্দাদের ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পলায়ন করেছে বিএসএফ জওয়ানরা। গতকাল শুক্রবার ভোরে সীমান্তের প্রধান পিলার ১৩’র সাবপিলার ৩’র আওতায় রিভার পিলার ১১’র কাছে এ ঘটনা ঘটে। বিজিবির মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রব জানান, গতকাল শুক্রবার খুব ভোরে আকস্মিকভাবে বিএসএফ’র হাকিমপুর ক্যাম্পের কয়েকজন সদস্য একটি স্পিডবোট ও একটি দেশি নৌকায় প্রবল বৃষ্টির মধ্যে সোনাই নদীর বাংলাদেশ কূলে চলে আসে। তাদের মধ্যে দু বিএসএফ সদস্য অস্ত্র নিয়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে গ্রামবাসীকে কোনো কারণ ছাড়াই তাড়া করে। গ্রামবাসী তাদের প্রতিহত করার চেষ্টা করলে শুরু হয় মারামারি ধস্তাধস্তি। এতে কয়েকজন কম বেশি আহত হন। এক পর্যায়ে বিজিবি সদস্যরা এগিয়ে এলে বিএসএফ সদস্যরা দ্রুত পালিয়ে যায়। আবদুর রব বলেন, পালিয়ে যাওয়ার সময় এক বিএসএফ সদস্য তার ব্যবহৃত ২০টি গুলিসহ একটি এসএলআর ও একটি দেশি নৌকা ফেলে রেখে যায়।