খবর : (ক্ষীরা খেয়ে নৈশকোচে বেহুঁশ পাঁচ যাত্রী)
লোভে পড়ে খাতির করে
পরের ক্ষীরা খাও কেন,
লোকের সাথে বাসে উঠে
ভিন গেরামে যাও কেন?
কানে আসে অনেক হুজুগ
শুনছি এমন পুরো দু’ যুগ
নাড়িনে তাও, তোমরা তবে
বেঘোরে গান গাও কেন?
কিনে খেতে ঠেঙায় নাকি
পরের জিনিস নাও কেন-
বেশতো ভালো খাও খাবা খাও
কিন্তু খাবা ফাও কেন?
-আহাদ আলী মোল্লা