জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। গত বুধবার রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে তাকে গয়েশপুর কবরস্থানে দাফন করা হয়।
জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে নূর মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা। দরিদ্র এ মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বুধবার রাতে তিনি মারা জান। বৃহসপতিবার তাকে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে। এ সময় জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, ইউএনও নুরুল হাফিজ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামসুল আলম ছাত্তারসহ সহকর্মী মুক্তিযোদ্ধা, সুধী ও এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন।