জাবিতে ছাত্রলীগের দু নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

 

স্টাফ রিপোর্টার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল মিয়া স্বাধীন (২৬) ও সাহিত্য বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেনকে (২৫) কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার ইফতারির পর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ডেইরি ফার্মের ভেতরে কুপিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয় এক ব্যক্তি তাদেরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তাদের বহনকারী সিএনজিচালক বাদল মিয়া জানান, ডেইরি ফার্মের ভেতরে রক্তাত্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তারা এখন চিকিৎসাধীন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানান, এরকম একটি খবর শুনেছি। তারা এখন এমেক চিকিৎসাধীন রয়েছে।

Leave a comment