মাথাভাঙ্গা ডেস্ক: পবিত্র মাহে রমজানে চুয়াডাঙ্গা মেহেরপুরসহ বিভিন্ন স্থানে ইফতার মাহফিল আয়োজন করা হয়। গতকাল শুক্রবারও বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যাক্তি উদ্যোগে ইফতার মাহফিল করা হয় বলে খবর পাওয়া গেছে। আজ শনিবার চুয়াডাঙ্গা বিএনপি শ্রীমন্ত টাউন হলে ইফতার মাহফিলের আয়োজন করেছে বলে জানা গেছে।
গতকাল চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিকপাড়াস্থ নকশাবন্দি পীর ফকির মহাম্মদ তরিকার মাজার শরিফের খাদেম ও ভক্তকুলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। খাদেম হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ভক্ত অনুরাগীদের অনেকেই শরিক হন।
চুয়াডাঙ্গায় শিশুতোষ সংগঠন ‘আলোর মেলা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ৫০ জন দরিদ্র্য ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও ইফতারি বিতরণ করা হয়। মেলে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-মেহেরপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আজীবন সভাপতি সিরাজুল ইসলাম, জাগো মেহেরপুর সংগঠনের মুখপাত্র সোয়েব রহমান, জাগো মেহেরপুর সংগঠনের কার্যকরী সদস্য মুজাহিদ মুন্না, আলোর মেলা সংগঠনের মুখপাত্র জিসান আহমেদ, আলোর মেলা সংগঠনের কার্যকরী সদস্য আশিক জ্যাকি, তামান্না তাবাচ্ছুম, আমেনতুজ জাহান, নাফিউ, আশরাফুল হক, লিংকন, মাসুদ, মারুফ, ফারুক, আসলাম হোসেন, সোহেল ও সুধীসমাজের প্রতিনিধিবৃন্দ।
আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগ আন্দুলবাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মহাফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুল চত্বরে ইফতারপূর্বে সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন কমিটির সভাপতি শেখ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- যুবলীগ নেতা আমজাদ হোসেন সজীব। বিশেষ অতিথি ছিলেন- জীবননগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াশিম রাজা, জীবননগর ডিগ্রি কলেজ শাখার সভাপতি মেহেদী হাসান ও উপজেলা ছাত্রলীগ নেতা শাওন। বক্তব্য রাখেন- ছাত্রলীগ নেতা তানভীর আহম্মদ, বাবু, রশিদ, তুহিন, তারেক, ইমরান, শিপন, আনিস, মামুন প্রমুখ। এছাড়াও আন্দুলবাড়িয়া ক্রীড়া সংস্থার উদ্যোগে ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া সংস্থার সভাপতি মির্জ্জা হাকিবুর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান। পবিত্র রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন- সংস্থার সাধারণ সম্পাদক ইউপি সদস্য শেখ ফরহাদ হোসেন সেলিম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- বাজার জামে মসজিদেও ইমাম মাও. ওয়াহেদুজ্জামান।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় পৃথক দুটি স্থানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সাংবাদিক আজাদ হোসেনের আয়োজনে দর্শনা রেলবাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- দর্শনা পৌর প্যানেল মেয়র সাংবাদিক শরীফ উদ্দীন, সাংবাদিক এফএ আলমগীর, আজাদ হোসেন, রেজাউল করিম লিটন, যুবলীগ নেতা ফয়সাল, শামসুজ্জামান পলাশ, মিস্টার প্রমুখ। কুয়েত প্রবাসী বিপলু ও নুরুল ইসলামের আয়োজনে দর্শনা শ্যামপুর ক্যাম্পপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, আজাদ হোসেন, ইকরামুল হক পিপুল, আজিম মল্লিক, রফিকুল ইসলাম, মতিয়ার রহমান, আব্দুল মোমিন প্রমুখ। দোয়া পরিচালনা করেন পেশ ইমাম শাহআলম।।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা দশমী জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শিক্ষক শফিকুল ইসলামের উদ্যোগে সাইদ, জুবায়ের, সাইফুল, লাভলু, মতিন, জিয়া, জুবা, আ. কুদ্দুস, আ. ওহাব, আ. মান্নান, আমির, রতন, দিনারের সহযোগিতায় ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে আলোচক ছিলেন- মুফতি রুহুল আমিন, মাও. মোস্তাক আহম্মেদ ও হাফেজ মহসিন আলী। উপস্থিত ছিলেন- মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাইদুল ইসলাম বাদশা, দামুড়হুদা সহকারী উপজেলা শিক্ষা অফিসার হুমায়ন কবিরসহ মহল্লার প্রায় হাজারো মুসল্লিগণ।
আলোচকরা বলেন, শিক্ষক শফিকুল ইসলামের বিশেষ উদ্যোগে স্থানীয় যুবসম্প্রদায়ের সহযোগিতায় ইফতার মাহফিলের আয়োজনসহ রমজানের শুরু থেকে এলাকার যুবসম্প্রদায়কে একত্রিত করে পবিত্র কোরআন শিক্ষার যে ব্যবস্থা করা হয়েছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। ইফতার মাহফিলের আগে দেশ এবং জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন দশমী জামে মসজিদ হাফেজ মহসিন আলী।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনী হাইস্কুলের এসএসসি ৮৪ সালের ব্যাচের বন্ধুদের এক ইফতার মাহফিল গতকাল শুক্রবার বিকেলে গাংনী শহরের উত্তরপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব আলোচনাসভায় সভাপতিত্ব করেন ইমতিয়াজ হোসেন পল্টু। ওই ব্যাচের বন্ধুদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সম্পাদক এমএ খালেক, জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সবুক্তগীন মাহমুদ পলাশ, কাজিপুর কলেজ প্রভাষক গোলাম কিবরিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি আখেরুজ্জামান, মহিলা কলেজের প্রভাষক টিপু সুলতান, ধানখোলা ইউপি সচিব সচিব রফিকুল ইসলাম ও মূলাক হোসেন প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাজি মোহা. রাশিদুল ইসলাম। প্রয়াত বন্ধু স্কুল শিক্ষকদের আত্মার মাগফেরাত ও বিএসসি শিক্ষক শহিদুল ইসলামের সুস্থতা কামনা করা হয়।