গাংনী প্রতিনিধি: গাঁজা রাখা ও সেবনের দায়ে দু মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিতরা হলো- চৌগাছা গ্রামের জামাল উদ্দীনের ছেলে আজিজুল হক (৩০) ও শহড়াবাড়িয়া গ্রামের ইজ্জত আলীর ছেলে রাইতাল (৪৮)।
গাংনী থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন জানান, গাংনী থানা পুলিশের পৃথক দুটি দল গত বৃহস্পতিবার রাতে গাংনী ডিগ্রি কলেজ মোড় থেকে আজিজুল হককে এবং হাড়াভাঙ্গা মাদরাসার কাছ থেকে রাইতালকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। গতকাল তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আজিজুল হককে এক বছর ও রাইতালকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্দেশে গতকালই তাদেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।