আত্মবিশ্বাসের আয়োজনে চুয়াডাঙ্গায় নবাগত জেলা প্রশাসক সায়মা ইউনুসকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: ‘তোমার আলোয় আলোকিত হোক চুয়াডাঙ্গা জেলা’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় নবাগত জেলা প্রশাসক সায়মা ইউনুসকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা শ্রীমান্ত টাউনহলে আত্মবিশ্বাসের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আত্মবিশ্বাসের নির্বাহী পরিষদের সভাপতি মো. সাহেবজাদা হক ডেভিড সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা। বক্তব্য রাখেন আত্মবিশ্বাসের প্রতিষ্ঠাতা সভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস, সহসভাপতি হুমায়ন কবীর মালিক. কোষাধক্ষ্য রাশেদ-উল ইসলাম জোয়ার্দ্দার, জহুরুল ইসলাম জোয়ার্দ্দার. নাজমা শাহিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রফিকুল হাসান জোয়ার্দ্দার ও সাহেদ হাসান হালিম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. হাশেম আলী, হাসানুজ্জামান ও আক্কাস আলী। সংবর্ধিত প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক সায়মা ইউনুস বক্তব্য দিতে গিয়ে বলেন, সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চুয়াডাঙ্গায় একটি ইন্ডাস্ট্রি গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, আমার জানামতে চুয়াডাঙ্গায় কোনো বড় ইন্ডাস্ট্রি নেই। আত্মবিশ্বাস উদ্যোগ নিলে এখানে তা গড়ে তোলা সম্ভব। যার ফলে এ জেলার অনেক বেকারের কর্মসংস্থান হবে। প্রধান অতিথি আত্মবিশ্বাসের বিশ্বাস আমানত প্রকল্প, শক্তি আমানত প্রকল্প, স্বপ্ন আমানত প্রকল্প ও সাফল্য আমানত প্রকল্প নামের ৪টি মেয়াদী আমানতের উদ্বোধন করেন।

Leave a comment