স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন হিজবুত তাহরির লিফলেট ও সিডি বিতরণ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। বহিষ্কৃতরা হলেন- সূর্যসেন হলের নূরে আলম মো. সিহাব উদ্দিন (এমবিএ, ম্যানেজমেন্ট), বিজয় একাত্তর হলের মো. সাইদি হাসান সজিব (এমবিএ, ম্যানেজমেন্ট), তারিকুল ইসলাম (এমবিএ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস), নকিব ফারহান (বিবিএ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস) এবং মো. আলমগীর হোসেন (বিবিএ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস)। জানা গেছে, বহিষ্কৃত এই ৫ শিক্ষার্থী বিজনেস স্টাডিজ অনুষদের ক্লাস রুমসহ বিভিন্ন রুমে গিয়ে হিজবুত তাহরির লিফলেট বিতরণ করতো। লিফলেট বিতরণের দৃশ্যটি ভবনের সিসি টিভি ক্যামেরায় ধরা পড়ে।