যশোর শহরে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত : চালকের হাতে কলেজছাত্র আহত

স্টাফ রিপোর্টার: যশোর শহরের ইজিবাইক চালকরা বেপরোয়া হয়ে উঠেছে। বুধবার রাতে ইজিবাইকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত এবং বৃহস্পতিবার এক কলেজছাত্র মারপিটের শিকার হয়েছেন। নিহত মোকছেদ আলীর (৬৫) বাড়ি যশোর সদর উপজেলার নওদাঁ গ্রামে। তার প্রতিবেশী আবু বক্কর সিদ্দিকী জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় পালবাড়ীর মোড়ে ইফতারের পর দোকানে চা পান করে মোকছেদ আলী রাস্তা পার হ্িচ্ছলেন। এ সময় এক চালক তাকে ইজিবাইকের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। গভীর রাতে মোকছেদ আলী মারা যান। কোতয়ালি থানার এসআই তারেক জানিয়েছেন, ইজিবাইকের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। লাশের ময়না তদন্ত গতকাল যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। অপরদিকে, গতকাল দুপুরে এনামুল হক নামে এক কলেজছাত্রকে মারপিট করে ইজিবাইক চালক ও তার সহযোগী সন্ত্রাসীরা। শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে যশোর শহরতলীর আরবপুরের বাসিন্দা, জুয়েল হোসেন ওরফে সাগর তার ছেলে সিয়ামকে (৭) ২৫০ শয্যা হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। জুয়েলের ছোট ভাই যশোর ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র এনামুল হক (১৮) এ সময় তাদের সঙ্গে ছিলেন। হাসপাতাল থেকে তারা পায়ে হেঁটে দড়াটানার মোড়ে যান। সেখানে এক ইজিবাইকচালক সিয়ামকে ধাক্কা দেয়। এ সময় সিয়াম চিৎকার করলে এনামুল হক প্রতিবাদ করেন। তখন ওই ইজিবাইক চালক এনামুল হককে বেদম প্রহার করে। পাশে ভৈরব চত্বরে চায়ের দোকানে বসে থাকা ইজিবাইক চালকদের সহযোগী ৪/৫ জন মাস্তান এসে যোগ দেয় ইজিবাইক চালকের সাথে। তারা সকলে মিলে কলেজছাত্র এনামুল হককে মারপিট করে। এরপর দড়াটানা চত্বরে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ রবীন্দ্রনাথ ও অসিম কুমার এগিয়ে যান। তারা ইজিবাইক চালককে আটক না করে তাকে ভাগিয়ে দেন। এরপর এনামুল হক, তার ভাই জুয়েল ওরফে সাগর সিয়ামকে নিয়ে বাড়ি ফিরে যান। তারা কাউকে মানছে না। রাস্তায় যাকে তাকে চাপা দিচ্ছে। এতে আহত ও নিহতের ঘটনা ঘটছে।

Leave a comment