মালয়েশিয়া থেকে ফিরেছেন আরও ৯৫ বাংলাদেশি

স্টাফ রিপার্টার: সাগরপথে মানবপাচারের শিকার আরো ৯৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তত্ত্বাবধানে তারা দেশে ফিরেছেন। গত মে মাসে আন্দামান সাগর থেকে তাদের উদ্ধার করে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।

এ নিয়ে মালয়েশিয়ায় উদ্ধার হওয়া ৪৪১ জন দেশে ফিরেছেন। আজ শুক্রবার আরো ৯৬ জনের দেশে ফেরার কথা রয়েছে। মালয়েশিয়ায় উদ্ধার বাকিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। এসব বাংলাদেশিদের ফিরিয়ে আনার সব খরচ সরকার বহন করছে।

প্রসঙ্গত, গত মে মাসে থাইল্যান্ডে গণ কবরের সন্ধান পাওয়ার পর বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গাদের পাচারের বিষয়টি সামনে আসে। এরপর সাগরে ভেসে থাকা কয়েক হাজার মানুষকে উদ্ধার করে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের কর্তৃপক্ষ। যাদের মধ্যে এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিক ছিলেন। এসব বাংলাদেশির মধ্যে ৬০০ জনের বেশি ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন। যদিও মালয়েশিয়ায় চাকরির উদ্দেশ্যে পাচার হওয়া অনেক বাংলাদেশি এখনো নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ রয়েছে।