ব্রাজিলের গম বিষয়ে হাইকোর্টের রায় স্থগিত

স্টাফ রিপোর্টার: ব্রাজিল থেকে আমদানিকৃত গম জোর করে কাউকে দেয়া যাবে না এবং কেউ ফেরত দিতে চাইলে তা নিতে হবে-এই মর্মে হাইকোর্টের দেয়া রায় ২৬ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার খাদ্য অধিদফতরের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বুধবার হাইকোর্ট উপরিউক্ত আদেশ দেন। আইনজীবী পাভেল মিয়া ব্রাজিল থেকে আমদানিকৃত গম ল্যাব পরীক্ষার নির্দেশ চেয়ে রিটটি দায়ের করেন। আদালতে খাদ্য অধিদফতরের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

Leave a comment