দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দু মাদকপাচারকারীর জেল

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বিজিবির হাতে আটক সজল (২২) ও রাজু (২০) নামের দু মাদকপাচারকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত দু মাদকপাচারকারীর মধ্যে সজল উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে এবং রাজু একই গ্রামের আকুব্বারের ছেলে। বিজিবি জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বর্ডারগার্ড ব্যাটালিয়নের নিমতলা বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক মাসুদ খান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নিমতলা বিএসপির মাঠে অভিযান চালিয়ে সজল ও রাজুকে ২০ বোতল মদসহ আটক করেন। পরে বিকেল ৩টার দিকে সজল ও রাজুকে মদসহ দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নেয়া হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার অভিযুক্ত দু মাদকপাচারকারী সজল ও রাজুর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০’র ২২ (ঘ) ধারায় উভয়কেই ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন।

Leave a comment