চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ভাংবাড়িয়া ও হাটবোয়ালিয়ায় সশস্ত্র ডাকাতদলের হানা
হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার ভাংবাড়িয়া মোল্লাপাড়ার দুটি বাড়ি ও হাটবোয়ালিয়া মাঠপাড়ার এক বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদল বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে সোনার গয়নাগাটি, নগদ টাকা, টেলিভিশন, মোবাইলফোনসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে পালিয়েছে।
ডাকাতির শিকার ভাংবাড়িয়া মোল্লাপাড়ার সেলিম মোল্লা জানান, গত বুধবার রাত ১২টার দিকে একজন পানি চেয়ে দরজা খুলতে বলে। পানির জন্য ডাকাডাকির এক পর্যায়ে আমার স্ত্রী দরজা খুলে দেখে উঠোনে অনেক লোক। দ্রুত ঘরের দরজা বন্ধ করে দেয়। সে সময় ডাকাতদল আমাদের বোমা মারার ভয় দেখিয়ে দরজা খুলতে বাধ্য করে। ১০-১২ জন ডাকাত আগ্নেয়াস্ত্র, রামদা ও বোমা হাতে ঘরে ঢুকে আমাদের জিম্মি করে। নগদ ৩ হাজার ৭শ টাকা, ৩ ভরি ওজনের সোনার গয়না, ২টি মোবাইলফোন, টেলিভিশন, ঈদের জামাকাপড়সহ সর্বস্ব নিয়ে গেছে ডাকাতদল। একই সময়ে ডাকাতদল প্রতিবেশী জিনারুল ইসলামের বাড়িতেও ডাকাতি করে। ৪৫ মিনিট পর রাত ১টার দিকে ডাকাতদল পার্শ্ববর্তী হাটবোয়ালিয়া মাঠপাড়ার আরজান মিয়ার বাড়িতে পানি খাওয়ার নাম করে ঢুকে শিশুসন্তানের গলায় দা ধরে জিম্মি করে ১ ভরি ওজনের সোনার গয়না, টেলিভিশন, নগদ ১ হাজার টাকা ডাকাতি করে পালিয়ে যায়। ঘটনার পর রাতেই হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প আইসি এসআই মোফাজ্জল ডাকাতির শিকার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন।