আইন ইসা পুনর্দখল করল কুর্দি যোদ্ধারা

 

মাথাভাঙ্গা মনিটর: কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধারা আইএস জঙ্গিদের কাছ থেকে গত বুধবার আইন ইসা শহরটি পুনর্দখল করার দাবি করেছে। গত সোমবার আইএস জঙ্গিরা কুর্দিদের শক্ত অবস্থান রাক্কার নিকটবর্তী ওই শহরটি দখল করে নিয়েছিলো। কুর্দিশ পপুলার প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি) এক বিবৃতিতে শহরটি ফের দখল করার কথা জানিয়েছে। একটি নারী ব্রিগেড ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার সহযোগিতায় ওয়াইপিজি যোদ্ধারা শহরটি পুনর্দখল করে। যুক্তরাষ্ট্র-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও আইন ইসা কুর্দিদের নিয়ন্ত্রণে থাকার বিষয়টি নিশ্চিত করেছে। রাক্কার উত্তর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত ওই শহরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এটি রাক্কার প্রধান সড়ক থেকে আলেপ্পো প্রদেশে আইএস নিয়ন্ত্রিত এলাকাগুলোর দিকে একটি বিভাজকে অবস্থিত। প্রসঙ্গত, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আইএস যোদ্ধারা কুর্দিদের বিরুদ্ধে পাল্টা প্রাণঘাতী আগাত শুরু করেছে। এর আগে গত জানুয়ারিতে কোবানে শহর থেকে পিছু হটার পর আইএস জঙ্গিরা কুর্দি যোদ্ধাদের কাছে ধারাবাহিকভাবে পরাজয় বরণ করেছিলো।

Leave a comment