গাংনী প্রতিনিধি: পছন্দের পাত্রের সাথে বিয়ে না হওয়ায় ভেস্তে গেলো পরিবারের বিয়ের আয়োজন। বিয়ের আগের দিন গত বুধবার রাতে প্রেমিক-প্রেমিকা পাড়ি জমিয়েছে অজানার উদ্দেশে। ঘটনাটি ঘটেছে মেহেরপুর গাংনী উপজেলার বামন্দীতে।
জানা গেছে, বামন্দীর নজিম উদ্দীনের ছেলে বামন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের প্রথমবর্ষের ছাত্র নাঈম হোসেনের সাথে একই গ্রামের হাফিজ মোল্লাল মেয়ে ওই স্কুলের দশম শ্রেণির ছাত্রী খাদিজা খাতুনের প্রেমসম্পর্ক গড়ে ওঠে বেশ কয়েক মাস আগে। গত বুধবার রাতে পারিবারিকভাবে খাদিজার বিয়ের আয়োজন করেন পরিবারের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিয়ের দিন ধার্য ছিলো। কিন্তু এতে মত ছিলো না খাদিজার। আর তাইতো রাতের আঁধারে প্রেমিক-প্রেমিকা পাড়ি জমায় অজানার উদ্দেশে। গতকাল সকালে বিষয়টি টের পেয়ে সম্ভাব্য আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ করেন খাদিজার পরিবারের সদস্যরা। ছেলে ও মেয়ের পরিবার থেকেই সন্ধান করা হয়। কিন্তু গতরাতে এ সংবাদ লেখা পর্যন্ত তাদের হদিস মেলেনি। গতকালই মেয়ের পরিবারের পক্ষ থেকে গাংনী থানায় জানানো হয়। এর প্রেক্ষিতে গাংনী থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন বিষয়টি তদন্তের জন্য উভয় পরিবারে লোকজনের সাথে কথা বলেছেন। খাদিজাকে উদ্ধারে চেষ্টা করছে পুলিশ।