অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুয়াডাঙ্গা ভেন্যুর চ্যাম্পিয়ন নারায়নগঞ্জ জেলাদল : পুরস্কার বিতরণ সম্পন্ন
ইসলাম রকিব: অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে চুয়াডাঙ্গা ভেন্যুর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নারায়ণগঞ্জ জেলাদল। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নারায়ণগঞ্জ জেলাদল ৩-০ গোলে পাবনা জেলাদলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের হৃদয়, ইব্রাহিম ও ইমরান ১টি করে গোল করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা নবাগত জেলা প্রশাসক সায়মা ইউনুস। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সায়মা ইউনুস চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে অভিনন্দন জানিয়ে বলেন, অনূর্ধ্ব-১৫ বছর বয়স মানে সবারই মাধ্যমিক স্তরে পড়ালেখার সময়। এ সময় পড়ালেখার পাশাপাশি নিয়মিত শীররচর্চা করে শরীর মনকে সুস্থ, সবল ও সতেজ রেখে সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করা যায়। একই সাথে অসৎ সংঘ ও নেশার মতো কালো থাবার হাত থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। তোমাদের মতো তরুণদের মধ্যেই হয়তো লুকিয়ে আছে মামুনুল, জুয়েলরানা, মামুন জোয়ার্দ্দারের মতো প্রতিভা। তাই এখন থেকে নিয়মিত ফুটবল খেলা অনুশীলন করতে হবে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আঞ্জুমান আরা ও এনডিসি তরিকুল ইসলাম। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডুর পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক মনোনীত ফুটবল কোচ কাজী আলতাফ-উল-হক, আমিনুল ইসলাম মামুন ও শাহাবুদ্দিন আহম্মেদ, সাবেক কৃতীফুটবলার আশরাফ জোয়ার্দ্দার সাবু, রেজা হোসেন জোয়ার্দ্দার, নাজমুল হক শান্তি, সরোয়ার হোসেন মধু, শহীদুল কদর জোয়ার্দ্দার, অলোক জোয়ার্দ্দার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হুমায়ুন কবীর মালিক, বদর খান, নাসির আহাদ জোয়ার্দ্দার, মহসিন রেজা, মেহেরুল্লাহ মিলু, হাফিজুর রহমান হাপু, ডিএফএর সদস্য ওবাইদুল হক জোয়ার্দ্দার, হামিদুর রহমান সন্টু, ফুটবলার আশাদুল হক আশা, মুরাদ ফেরদৌস, হাসান, রমজান আলী প্রমুখ।