স্টাফ রিপোর্টার: প্রত্যেকটা খেলোয়াড়ের জীবনে একটা খারাপ সময় আসে। আর সেই খারাপ সময়টাই হয়তো এখন পার করছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। টানা ধারাবাহিকতার কারণে যাকে বলা হতো দলের রান মেশিন, দলের বিপর্যয়ে হাল ধরে দলকে খাদের কিনারা থেকে তুলে আনায় যাকে বলা হয় মি. ডিপেনডেবল। সেই রান মেশিনের ব্যাটই যেন আর হাসছে না।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ধারাবাহিক পারফর্মেন্স করা মুশফিককে কেমন যেন মলিন মনে হচ্ছে। পাকিস্তানের সাথে খেলায় আঙ্গুলের চোট পাওয়ার পর থেকেই যেন তার আত্মবিশ্বাসে ফাঁটল ধরা শুরু করেছে। ভারতের বিপক্ষেও তেমন সুবিধা করতে পারেননি সবচেয়ে পরিশ্রমী এ খেলোয়াড়। টেস্ট, ওয়ানডে এবং টি-২০ তে সর্বশেষ ১০ ইনিংসে কোনো ফিফটি নেই মুশফিকের। তবে মুশফিক তার এ দুর্দিনে পাশে পাচ্ছেন ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। মর্তুজার আশা, খুব শিগগিরই ফর্মে ফিরবেন মুশফিক। আর সে যেদিন ফর্মে ফিরবে সেদিন অবশ্যই বাংলাদেশ জিতবে।
এ বিষয়ে মাশরাফি বলেন, দুশ্চিন্তার কিছু নেই। ওর যতোটুকু চেষ্টা করার ততোটুকু ও করছে। অবশ্যই আমরা চাই মুশফিক তার সেরা ফর্ম নিয়েই দলে থাকুক। এ সম্পর্কে মাশরাফি বলেন, আমি মনে করি না এটা কোনো সিরিয়াস সমস্যা। তবে আমি আশা করি মুশফিক খুব শক্তভাবে ফর্মে ফিরবে। আর ও যেদিন কামব্যাক করবে সেদিন আমরাও ম্যাচ জিতবো আশা করি।