মাথাভাঙ্গা মনিটর: ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাধারণ নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে মিয়ানমার। আগামী ৮ নভেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বুধবার জানিয়েছেন দেশটির নির্বাচন কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। বুধবার দিনের পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। ২০১০ সালে সামরিক শাসনের পরিবর্তে সামরিক বাহিনী সমর্থিত একটি বেসামরিক সরকার দেশটির ক্ষমতায় আসীন হয়। এরপর থেকে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সংস্কার শুরু হয়। আসছে নির্বাচনেই প্রথমবারের মতো ক্ষমতাসীন ইউএসডিপি, অং সান সুচির নেতৃত্বাধীন বিরোধীদল ন্যাশনাল লিগ ফর ডেমক্রেসি-র সাথে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামবে।