টিপ্পনী

খবর:(ঈদকে ঘিরে কার্পাসডাঙ্গা-কুড়–লগাছিতে মাদকের বিস্তার)

মাদক বেচে আঙুল ফোলে তোমার
দিনে দিনে হচ্ছো ভীষণ মোটা,
আগে ছিলে গোবর গণেশ কী যে
নাকের ফুটোয় ঝুলতো নাকি পোটা।

তুমি যে এক তাজা রাঘব বোয়াল
মাংসে চোয়াল যাচ্ছে বেজায় ঝুলে,
করছো তুমি মাদক চোরাচালান
শূন্য তবিল উঠছে ফুলে ফুলে।

ব্যবসাতে খুব জানো ফন্দি ফিকির
গণ্ডারি ভাব চামড়া অনেক পুরু,
বর্ডার দিয়ে করছো আসা-যাওয়া
পাচার ঘাটের তুমি নাটের গুরু!

-আহাদ আলী মোল্লা