চুয়াডাঙ্গায় নবাগত রেলওয়ে স্টেশন মাস্টার হিসেবে আনোয়ার হোসেন সাদাত যোগদান করেছেন। গত ৭ জুলাই তিনি চুয়াডাঙ্গায় যোগদান করেন। তিনি চুয়াডাঙ্গায় চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত আব্দুল খালেকের স্থলাভিষিক্ত হলেন। এর আগে সাদাত যশোর নাভারন স্টেশনে দায়িত্বে ছিলেন। আনোয়ার হোসেন সাদাত মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের ছেলে। তিনি সকলের দোয়া কামনা করেছেন। প্রেসবিজ্ঞপ্তি।