চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো টিটিসিতে প্রশিক্ষণার্থী ভর্তির আবেদন গ্রহণ শুরু

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) স্বল্প মেয়াদী প্রশিক্ষণ কোর্সে প্রথমবারের মতো প্রশিক্ষণার্থী ভর্তি করা হচ্ছে। আগামী ২৬ জুলাইয়ের মধ্যে আগ্রহীদের দরখাস্ত করতে বলা হয়েছে।

ছয় মাসব্যাপি প্রশিক্ষণ কোর্সে কম্পিউটার অপারেশন, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ওয়েল্ডিং ও অটোমেটিভ কোর্সে প্রশিক্ষণ দেয়া হবে। অষ্টম শ্রেণি হতে এসএসসি পাস শিক্ষার্থীরা নির্ধারিত ফি’র মাধ্যমে এ সকল কোর্সে ভর্তি হতে পারবে। ভর্তিচ্ছু প্রার্থীকে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে চুয়াডাঙ্গা ভিমরুল্লাহ ট্রেনিং সেন্টার হতে ৬০ টাকার বিনিময়ে সকাল ৮টা হতে দুপুর ১টার মধ্যে ফরম সংগ্রহ করতে হবে। প্রার্থীদের বয়স ১৭ বছর হতে ৩৫ বছর পর্যন্ত হতে হবে। ভর্তি পরীক্ষার তারিখ ২৭ জুলাই এবং ৩ আগস্ট থেকে ক্লাস শুরু হবে। সফলভাবে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের দেশে বিদেশে চাকরির সুযোগ রয়েছে। চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাশেম জানান, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এ ব্যাপারে সকলের সহযোগিতা আশা করছি।

প্রসঙ্গত, চুয়াডাঙ্গার ভিমরুল্লায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মাণের পর এই প্রথমবারের মতো প্রশিক্ষণার্থী ভর্তি করা হচ্ছে। এর ফলে চুয়াডাঙ্গা জেলার মানুষ দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠে দেশে বিদেশে অবদান রাখতে পারবে।