স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় এলজিইডি ও নিরাপদ সড়ক চাই এর যৌথ উদ্যোগে আগামী ১০ আগস্ট ৱ্যালি ও গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা সাড়ে ১০টায় এলজিইডি ও নিরাপদ সড়ক চাই কমিটির নেতৃবৃন্দের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের বৈঠকে চুয়াডাঙ্গা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী এসএম খায়রুল ইসলাম, সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক কামাল, সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন, নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা কমিটির আহবায়ক অ্যাড. আলমগীর হোসেন, সদস্যসচিব মাহবুল ইসলাম মাবুদ সরকার, কার্যকরী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। নিরাপদ সড়ক চাই কমিটির নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস ও পুলিশ সুপার রশীদুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর কেন্দ্রীয় নিরাপদ সড়ক চাই এর নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আগামী ১০ আগস্টের কর্মসূচির বিষয়ে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।