মাথাভাঙ্গা মনিটর: গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস ইউরোপীয় ইউনিয়নকে বিভক্তি এড়িয়ে একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। ইউরোজোনে থাকার জন্য ঋণখেলাপি গ্রিসের সংগ্রামের মধ্যে সিপ্রাস এ আহ্বান জানালেন। গতকাল বুধবার ইউরোপীয় পার্লামেন্টে তিনি বলেন, ইউরোপকে বিভক্ত হতে দেবেন না। ঋণদাতাদের সাথে একটি চুক্তিতে পৌঁছতে গ্রিসকে অবশ্যই বৃহস্পতিবার দিনশেষে একটি নতুন প্রস্তাব পেশ করতে হবে। রোববার ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ বৈঠকের আগেই এ পদক্ষেপ নিতে হবে গ্রিসকে। সিপ্রাস জানান, প্রস্তাব তৈরি করা হচ্ছে। তার সরকার একটি নির্ভরযোগ্য সংস্কার প্রস্তাব দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বলে জানান তিনি। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সিপ্রাস বলেন, সঙ্কটের একটি ভালো সমাধানের জন্য গ্রিস নতুন একটি বাস্তবসম্মত এবং নির্ভরযোগ্য সংস্কার প্রস্তাব দেবে। গ্রিক প্রধানমন্ত্রী আরো বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে গ্রিস এবং ইউরোজোনের স্বার্থে তার সরকার দায়িত্ব পূরণ করতে পারবে। গ্রিসের জনগণ গণভোটে ঋণদাতাদের শর্ত নাকচ করার পর গ্রিক প্রধানমন্ত্রী ইউরোপীয় পার্লামেন্টে একথা বলেন। ইউরোপীয় নেতারা এখন বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই গ্রিসের কাছ থেকে একটি নতুন প্রস্তাব চাইছে। ইউরোজোন নেতারা আশা করেছিলেন মঙ্গলবারেই গ্রিস একটি নতুন প্রস্তাব পেশ করবে। কিন্তু নতুন কোন প্রস্তাব না আসায় তারা গ্রিসকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।