ভেড়ামারার একটি জলাশয় থেকে যুবকের লাশ উদ্ধার

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ রুবেল হোসেন (৩৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ভেড়ামারা নওদাপাড়ার একটি জলাশয় থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত রুবেল মিরপুর উপজেলার খাঁড়ারা গ্রামের আবু আশরাফের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রুবেল হোসেন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্টাররুল ভিত্তিতে প্রায় ২ মাস আগ থেকে টিকিট বিক্রেতা হিসেবে কর্মরত ছিলো। সোমবার সে বাড়ি থেকে কর্মস্থলে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। পরে বাড়ির লোকজন খবর নিয়ে জানতে পারে সে কর্মস্থলে উপস্থিত হয়নি। তখন থেকে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়রা ভেড়ামারা শহরের নওদাপাড়া রাস্তার পাশে একটি জলাশয়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ রুবেল হোসেনের লাশ উদ্ধার করে। এদিকে নিহতের পরিবার জানান, তার মৃগী রোগ থাকায় পানিতে পড়ে সে মারা গেছে এমন ধারনা করছে।

নিহতের পিতা আশরাফ আলী জানান, রুবেল দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলো। এর আগেও পানিতে পড়ে গেলে সে যাত্রায় বেঁচে যায়। সম্ভবত প্রকৃতির ডাকে পুকুরের ধারে গেলে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। ভেড়ামারা থানার ওসি ছগির মিঞা জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। পরিবারের কাছে জানতে পেরেছি সে মৃগী রোগী ছিলো। এ কারণেই পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

Leave a comment