চুয়াডাঙ্গায় সাংস্কৃতিকসেবী চারুশিল্প থিয়েটার শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অসচ্ছল সাংস্কৃতিকসেবীদের মাসিক কল্যাণ ভাতা, চারুশিল্প ও থিয়েটার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী এবং ক্রীড়া প্রতিষ্ঠানের অনুকুলে আর্থিক অনুদানের ছয় লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এসব চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সায়মা ইউনুস।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রাজ্জাক, সমাজসেবার ভারপ্রাপ্ত উপপরিচালক আতিয়ার রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলমসহ সাংস্কৃতিকসেবী, শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়া সংগঠকরা এ সময় উপস্থিত ছিলেন।

জানা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ২০১৪-২০১৫ অর্থবছরে অসচ্ছল সাংস্কৃতিকসেবীদের মাঝে মাসিক ভাতা মঞ্জুরিকৃত অর্থের ১২ মাসের চেক বিতরণ করা হয়। ১৮ জন সাংস্কৃতিকসেবীর মাঝে ২ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা বিতরণ করা হয়। অনুদানপ্রাপ্ত সাংস্কৃতিসেবীদের মধ্যে সদর উপজেলার কিরণগাছির কবি আব্দুল কুদ্দুস ১২ হাজার টাকা, আলমডাঙ্গার কামালপুরের কবি গোলাম রহমান চৌধুরী ১২ হাজার টাকা, দামুড়হুদার জিরাট গ্রামের শাহজালাল ১৪ হাজার ৪০০ টাকা, চুয়াডাঙ্গা ইসলামপাড়ার আবু বক্কর ১৪ হাজার ৪০০ টাকা, দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার শেখ নাজিম উদ্দিন ১৪ হাজার ৪০০ টাকা, জোয়ার্দ্দারপাড়ার ফজলু মইন ১২ হাজার টাকা, দামুড়হুদার তোফাজ্জেল খান ১৬ হাজার ৮০০ টাকা, দর্শনার জহুরা খাতুন ২৪ হাজার টাকা, জিনতলা মল্লিকপাড়ার জামান উদ্দিন মণ্ডল ১৪ হাজার ৪০০ টাকা, আলমডাঙ্গার জাহাপুরের শিল্পী আব্দুল লতিফ শাহ ১৪ হাজার ৪০০ টাকা, আলমডাঙ্গার রাধিকাগঞ্জের আব্দুল হামিদ ১২ হাজার টাকা, চুয়াডাঙ্গা বড়বাজারের চিত্তরঞ্জন সাহা চিতু ১২ হাজার টাকা, ফকিরপাড়ার আব্দুর রহমান ১২ হাজার টাকা, ছাগল ফার্মপাড়ার জুড়ান আলী শাহ ১২ হাজার টাকা, দৌলাতদিয়াড়ের সহিদুল ইসলাম ১২ হাজার টাকা, জিরাট গ্রামের বুলবুল ইসলাম ১২ হাজার টাকা, মাঝেরপাড়ার আশরাফুল হক মনা ১২ হাজার টাকা ও ইসলামপাড়ার সুফিয়া বেগমকে ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

একই মন্ত্রণালয়ের অধীনে ২০১৪-২০১৫ অর্থবছরে চারুশিল্প ও থিয়েটার খাত থেকে সাতটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৭ হাজার টাকার চেক প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো, চুয়াডাঙ্গার অরিন্দম সাংস্কৃতিক সংগঠন ২৫ হাজার টাকা, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠী ২০ হাজার টাকা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ২১ হাজার ৫০০ টাকা, চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদ ১৩ হাজার টাকা, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ ২৫ হাজার টাকা, দর্শনা অনির্বাণ থিয়েটার ২০ হাজার টাকা ও আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ ১৩ হাজার টাকা। ২০১৪-২০১৫ অর্থবছরে সংশোধিত অনুন্নয়ন রাজস্ব বাজেটের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দের জন্য ১ লাখ ৪৮ হাজার টাকার বিশেষ অনুদানের চেক প্রদান করা হয়। চুয়াডাঙ্গা বড়সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ, জীবননগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, জীবননগর কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয় ও জয়রামপুর ডিএস দাখিল মাদরাসা প্রত্যেকে ২০ হাজার টাকা , খাসকররা কলেজের ছাত্রী রাবেয়া খাতুন ৪ হাজার টাকা, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র আরাফাত উদ্দিন রিফাত, চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার ছাত্র তালহা জুবায়ের, বাস্তপুর দাখিল মাদরাসার ছাত্রী সাফিয়া খাতুন ও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রোকাইয়া ইসলাম প্রত্যেককেই ৩ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। দর্শনা সরকারি কলেজের ছাত্রী শারমীন আক্তার, আদর্শ সরকারি মহিলা কলেজের ছাত্রী নিশাত তাসনিম ও দর্শনা সরকারি কলেজের ছাত্রী পিংকী খাতুন প্রত্যেককেই ৪ হাজার টাকা, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাবিয়া তাসমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুবেল হোসেন, আদর্শ সরকারি মহিলা কলেজের ছাত্রী রওনক সুলতানা ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র হাফিজুর রহমান প্রত্যেককের মাঝে ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

২০১৪-২০১৫ অর্থবছরে ৬টি ক্রীড়া ক্লাব/প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদানের ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। ক্রীড়া ক্লাবগুলো হলো, চুয়াডাঙ্গা ফার্মপাড়ার সুপার স্টার ক্লাব, জুনিয়র একাদশ, বাংলাদেশ বয়েজ ক্লাব, উল্কা ক্রীড়া চক্র, সায়মন ক্রীড়া চক্র ও সবুজ সংঘ। প্রত্যেক ক্লাবকেই ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, যে সকল গুণী ব্যক্তি ও সংগঠন দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন তাদেরকে অভিনন্দন জানাই। সংস্কৃতি ও শিক্ষা মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যে অনুদান প্রদান করা হলো তা যেন যথাযথভাবে কাজে লাগানো হয়। এতে সমাজ ও দেশ উপকৃত হবে।

Leave a comment